ফুটবল

দেখে নিন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সেরা পাঁচ গোলদাতা কারা

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সেরা পাঁচ গোলদাতা

  1. ইউরোপিয়ান গোল্ডেন বুট এবার জিতে নিয়েছেন লিওনেল মেসি। লা লিগা চ্যাম্পিয়ন বার্সালোনার হয়ে এই মৌসুমে ৩৬টি গোল করেছেন লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে তার গোলই সবচেয়ে বেশি।
  2. ফ্রান্সে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। লিগে তার গোল ছিল ৩৩টি।
  3. ইতালিয়ান সিরিএতে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সাম্পদোরিয়ার তারকা ফ্যাবিও কাগলিয়ারেল্লা। তার গোল ছিল ২৬টি।
  4. বুন্দেশ লীগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বায়ার্ন তারকা রবার্ট লেভানদস্কি। তার গোল ছিল ২২টি।
  5. ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ গোলদাতা তিনজন। সালাহ, সাদিও মানে এবং আউবামেয়াং। তারা তিনজনই গোল করেছে ২২টি করে।
See also  দেখুন নেইমারের দাম কত ‘নির্ধারণ’ করল পিএসজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *