Football

নেইমারকে ফেরাতে বার্সার সদিচ্ছা নিয়েই সন্দেহ মেসির!

Messi-Neymar-Barsa

অথচ নেইমারকে ফেরানোর জন্য বার্সা কর্তৃপক্ষের কাছে নিজে মুখ ফুটে অনুরোধ করেছিলেন মেসি। তিনি সরাসরি বলেছিলেন, নেইমারকে ফিরিয়ে আনা হোক। বার্সাও দেখিয়েছে, মেসিকে খুশি করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে; কিন্তু শেষ পর্যন্ত নেইমারকে ফেরাতেই পারলো না তারা। নেইমার বার্সায় আসছে কি আসছে না- চলমান এই বিতর্কের অবসান হয়েছে চলতি মাসের ২ তারিখেই। ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোর শেষ দিন ছিল ২ সেপ্টেম্বর। এরপরই জানা হয়ে গেছে, নেইমারের কোথাও যাওয়া হচ্ছে না। পিএসজিতেই থাকছেন তিনি।

নেইমারকে বিশ্বের অন্যতম সেরা হিসেবেই দাবি করলেন মেসি। তিনি বলেন, ‘খেলাধুলার দিক থেকে চিন্তা করলে বলতে হয়, নেইমার বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। নানা কারণেই ক্লাব তাকে দলে টানার জন্য হুমড়ি খেয়ে পড়তে পারতো।’ মেসিরা আগেই জানিয়ে দিয়েছিলেন, নেইমারকে ফেরাতে না পারায় তারা অপমানিত বোধ করছেন। অন্যদিকে স্পেনের একটি ক্রীড়া দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে মেসি জানিয়ে দিয়েছেন, নেইমারকে ফেরাতে বার্সা যে সব কিছু করেছে বলছে, সে ব্যাপারে সন্দিহান তিনি। মেসি বললেন, ‘আমি ঠিক জানি না নেইমারকে ফেরাতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে কি না।’

মেসি বলেন, ‘নেইমার বার্সায় ফিরে আসুক এটা আমি খুব করে চেয়েছিলাম। সত্যি বলতে, আমি মোটেও নিশ্চিত নই যে, নেইমারকে ফেরাতে বার্সা সব কিছু দিয়ে চেষ্টা করেছে। তবে এটা জানিয়ে, কাজটা ছিল সত্যিই কঠিন।’ তবে মেসি বলছেন নেইমারকে দলে নেয়ার জন্য শুধু মতামত দিয়েছেন, কখনো জোরাজুরি করেননি। তবে এ বিষয়ে মোটেও হতাশ নন মেসি। সেটাও জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি হতাশ নই। আমাদের কাছে চমৎকার একটি স্কোয়াড রয়েছে। যারা সবার জন্যই চ্যালেঞ্জ জানাতে সক্ষম। এমনকি নেইমার ছাড়াও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *