ফুটবল

ব্রাজিলের গোল বন্যা! হন্ডুরাসের জালে গুনে গুনে ৭ গোল দিল ব্রাজিল

কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের পুরোপুরি নিংড়ে দিয়েছে যেন টপ ফেবারিট ব্রাজিল। নেইমারকে ছাড়াও তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে হন্ডুরাস। নিজেদের মাঠ এস্টাডিও বিয়েরা রিও’য় হন্ডুরাসের জালে গুনে গুনে সাতবার বল জড়িয়েছে সেলেসাওরা। শেষ পর্যন্ত ৭-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছেড়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠে ব্রাজিলের গোল উৎসবে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসাস। সঙ্গে ফিলিপে কৌতিনহো, থিয়াগো সিলভা, ডেভিড নেরেস, রবের্তো ফিরমিনো ও রিচার্লিসন একটি করে গোল করেন। কোপা আমেরিকার স্বাগতিক এবার ব্রাজিলই। ঘরের মাঠে তাদেরকেই ধরা হচ্ছে টপ ফেবারিট। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাদের জন্য দুঃসংবাদ হয়ে আসে নেইমারের ইনজুরি। ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন তিনি। পরে দেখা গেলো ছিড় ধরা পড়েছে সেখানে। সুতরাং, কোপা আমেরিকা শেষ তার। নেইমারের পরিবর্তে ব্রাজিল দলে নেয়া হয়েছে উইলিয়ানকে।

See also  গত ২০ বছর ধরে যে নারীদের খুঁজছেন রোনালদো!

নিজেদের মাঠে ব্রাজিলিয়ানদের কোপার শেষ প্রস্তুতি ম্যাচ ছিল হন্ডুরাসের বিপক্ষে। এই ম্যাচেই তারা প্রমাণ করলো, নেইমার না থাকলেও কতটা ভয়ঙ্কর ব্রাজিলিয়ানরা। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থিয়াগো সিলভা। কর্নার থেকে উড়ে আসা কৌতিনহোর বলে আলতো করেন হেড করেন তিনি। আর তাতেই বল খুঁজে পায় হন্ডুরাসের জাল। ২৯ মিনিটে ব্রাজিলের আর্থারকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হন্ডুরাসের কিয়োটো। ১০ জনের হন্ডুরাসকে নিয়ে এরপর ছেলেখেলায় মেতে ওঠে ব্রাজিল। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে প্রথমার্ধেই স্কোরলাইন ৩-০ করেন ফিলিপে কৌতিনহো। ৪০তম মিনিটে কৌতিনহোর বল গোলপোস্টে লাগলে ব্যবধানটা বাড়েনি ব্রাজিলের। ৪৩ মিনিটে আবার গোলবারে লাগে কৌতিনহোর শট। তিন গোলে এগিয়ে থাকা ব্রাজিল বিরতির পর আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ৪৭তম মিনিটে রিচার্লিসনের বল থেকে গোল করে ব্যবধানটা ৪-০ করেন জেসুস। ৫৬তম মিনিটে গোল করেন ডেভিড নেরেস। কয়েক মিনিট পরেই ব্যবধানটা ৬-০ করেন রবার্তো ফিরমিনো। ৭০তম মিনিটে হন্ডুরাসের কফিনে শেষ পেরেকটি ঠুকেন রিচার্লিসন। কোপা আমেরিকায় এবারের আয়োজক ব্রাজিল। আগামী শুক্রবার উদ্বোধনী ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে নেইমারবিহীন স্বাগতিকরা। অন্যদিকে গোল্ড কাপের ম্যাচে ১৭ জুন জ্যামাইকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে হন্ডুরাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *