FootballProthom

সাকিবকে নিয়ে অস্ট্রেলীয় কিংবদন্তি মাইক হাসি একি বললেন!

সাকিব আল হাসান এমন একজন অলরাউন্ডার বিশ্বের যে কোনো দলেই জায়গা করে নিতে পারেন অনায়াসে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত দেশের হয়ে ১৯৮টি ওয়ানডে খেলেছেন সাকিব। ব্যাট হাতে ৩৫.৭৩ গড়ে করেছেন ৫৭১৭ রান। সেঞ্চুরি ৭টি, হাফসেঞ্চুরি ৪২টি। বল হাতেও তার দুর্দান্ত রেকর্ড। ওয়ানডেতে উইকেট নিয়েছেন ২৪৯টি। ইকোনমি রেট মাত্র ৪.৪৪। পাঁচ উইকেট নিয়েছেন একবার, ৮ বার নিয়েছেন ৪ উইকেট। আয়ারল্যান্ডে খেলতে গিয়েও দুর্দান্ত সাকিব। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে হাসেঞ্চুরি করে ইনজুরিতে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত খেলেছেন তিনটি ম্যাচ। যার প্রথমটিতে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) করেছেন অপরাজিত ৬১ রান। ৩৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। 
বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এ ম্যাচের আগে তাকে অসাধারণ অ্যাখ্যা দিয়েছেন অজি কিংবদন্তি মাইক হাসি। তার মতে, একের ভেতর দুই সাকিব। এক ভিডিওবার্তায় অস্ট্রেলিয়ার হয়ে ১৮৫ ওয়ানডে খেলা হাসি বলেন, সে খুবই কার্যকরী একজন ক্রিকেটার। আমি তার পুরো ক্যারিয়ারে এত ধারাবাহিকভাবে তাকে ভালো ব্যাটিং করতে দেখিনি। ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলছে ও। তিনি মনে করেন, সাকিবকে বাংলাদেশের মূল্যবান সম্পদ বললে ভুল হবে না। অস্ট্রেলীয় কিংবদন্তি বলেন, যদি ওর বোলিং নিয়ে কথা বলতে হয়, তা হলে বলব সে কার্যকরী একজন বোলারও। দলের এমন একজন ক্রিকেটার, যে কিনা দুই ভূমিকাই পালন করে আসছে। একসঙ্গে দুই খেলোয়াড়ের কাজ করছে ও। বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সে। দলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *