পগবার ওমরাহ পালনের ছবি ভাইরাল! পবিত্র রমজানে ওমরাহ পালন করতে মক্কায় গেল পগবা
ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পগবা উমরাহের জন্য সৌদি আরব সফর করছেন। এবারের মৌসুমটা মোটেও ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। উল্লেখযোগ্য কোনো শিরোপা জিততে পারেননি রেড ডেভিলরা। তাই মৌসুম শেষে নিজেদের ব্যক্তিগত কাজে মনোনিবেশ করেছেন খেলোয়াড়রা। এ সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন মুসলিম খেলোয়াড় পল পগবা। পবিত্র মাহে রমজানে মক্কায় পাড়ি জমিয়েছেন তিনি। ছোট ভাইকে নিয়ে এখন সেখানে ওমরাহ পালনে ব্যস্ত ফ্রান্স সুপারস্টার।
সেখানে ওমরাহ পালনরত মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পগবা। শিরোনামে লিখেছেন- জীবনের সবচেয়ে গুরুতপূর্ণ কাজটা করতে কখনই ভুল করবেন না। তার ছবিটি Instagram এ 1.8 মিলিয়ন লাইক পেয়েছে। মক্কায় এই প্রথম সফর নয় ফরাসি বিশ্বকাপজয়ী তারকার। গেল দুই মৌসুম শেষ করেও সৌদি আরবের পবিত্র নগরীতে ছুটে গিয়েছিলেন তিনি। ছুটি শেষ করেই ফুটবলে ফিরবেন পগবা। সদ্য সমাপ্ত মৌসুমটাই হয়তো হতে চলেছে ম্যানইউর জার্সি গায়ে তার শেষ মৌসুম। কারণ তাকে পেতে আদা-জল খেয়ে লেগে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আগামী সময়ে লস ব্লাঙ্কোদের হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে ইসলাম ধর্মপ্রাণ এ ফুটবলারকে।
এ পর্যন্ত, ফ্রান্স সুপারস্টার পল পগবা ফ্রান্স জাতীয় দলের জন্য ৬৬ ম্যাচ খেলেছেন। এই মৌসুমে তিনি ম্যান ইউএর হয়ে ৩৫ টি লিগ গেমসে ১৩ টি গোল করেছেন।