দেখুন নেইমারের কাছে ডিফেন্ডার হিসেবে রামোসের মূল্যায়ন!
নেইমার এক সময় বার্সেলোনায় খেলতেন, এটা বাসী খবর। বার্সেলোনায় থাকার সময় বেশ কয়েকবার রামোসের বিপক্ষে খেলেছেন নেইমার। সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানায়, এক অনুষ্ঠানে নিজের মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন ডিফেন্ডার হিসেবে রিয়াল মাদ্রিদের অধিনায়কের নাম বলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিসি বলেন, যাদের মুখোমুখি হয়েছেন তাদের মধ্যে ডিফেন্ডার হিসেবে রিয়াল মাদ্রিদের সের্হিও রামোসকে সেরা মনে করেন পিএসজির ফরোয়ার্ড নেইমার।
“যাদের বিপক্ষে আমি খেলেছি, তার মধ্যে সের্হিও রামোস সেরা।” “সে দুর্দান্ত একজন সেন্টার-ব্যাক। আরও ভালো যে সে গোলও করতে পারে।”
গত বছর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রকে নিয়ে নিজের আশাবাদের কথাও জানান নেইমার। “সে খুবই তরুণ একজন খেলোয়াড়। সময়ের সঙ্গে সে অবিশ্বাস্য একজন খেলোয়াড় হয়ে উঠতে পারে।”
“সে অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠবে এবং ব্যালন ডি’অরের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। সে যেখানে থাকতে চায় সেখানেই থাকবে।”