ফুটবল

লিথুয়ানিয়ার বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের বন্যা!

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি মিলল রোনালদোর

মঙ্গলবার ইউরো ২০২০ বাছাইপর্বে লিথুয়ানিয়ার বিপক্ষে নিজের ৯০তম, ৯১, ৯২তম ও ৯৩তম আন্তর্জাতিক গোল করেন তিনি। পর্তুগালের অপর গোল উইলিয়াম কার্ভালহোর। এই জয় তাদেরকে বি-গ্রুপে ইউক্রেনের পরে দ্বিতীয় স্থানে তুলে এনেছে। ইউক্রেনের চেয়ে পর্তুগাল এখন পাঁচ পয়েন্ট পিছিয়ে। লিথুয়ানিয়ার বিপক্ষে পর্তুগালের ৫-১ ব্যবধানের জয়ে চারটি গোলই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই চার গোল তাকে ইরানের আলী দায়েইর আরও কাছে নিয়ে গেল। আলীর ১০৯ গোলের রেকর্ড ভাঙতে আরও ১৭ গোল করতে হবে জুভেন্টাস তারকা রোনাল্ডোকে।

এ নিয়ে ক্যারিয়ারে ৫৪তম বার এবং দেশের হয়ে অষ্টমবার রোনাল্ডো কমপক্ষে তিনটি গোল করলেন এক ম্যাচে। ইউরো ২০২০ বাছাইপর্বে এই প্রথম গোল পেলেন পর্তুগাল অধিনায়ক। এটি ছিল তার ১৬০তম আন্তর্জাতিক ম্যাচ। পর্তুগালের হয়ে ৯৩ গোল করা রোনাল্ডো আর ১৭ গোল করলেই টপকে যাবেন আলী দায়েইর রেকর্ড।

See also  নেইমারও জেতাতে পারলেন না ব্রাজিলকে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *