বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট লড়াই! দেখুন কে এগিয়ে আর কে পিছিয়ে?
বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে নামার আগে জেনে নেয়া যাক, বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশ কে কার চেয়ে এগিয়ে, কে কার চেয়ে পিছিয়ে। বিশ্বকাপছাড়া ওয়ানডে ইতিহাসের কথা বিবেচনায় আনলে অবশ্যই পিছিয়ে বাংলাদেশ। কারণ, দু’দল ৩৬ বার মুখোমুখি হয়েছে ওয়ানডে ক্রিকেটে। এর মধ্যে পাকিস্তানের জয় ৩১টিতে এবং বাংলাদেশের জয় কেবল ৫টিতে। পাকিস্তানকে এগিয়ে রাখলে এ জায়গাতেই এগিয়ে রাখা যায়।
তবে, শেষ ৫ বারের মুখোমুখিতে যে পাকিস্তান বাংলাদেশের চেয়ে জোজন জোজন পিছিয়ে! শেষ ৫ লড়াইয়ে বাংলাদেশ জিতেছে চারটিতে, একটি পাকিস্তান। এমনকি শেষ চারটিই জিতেছে বাংলাদেশ।
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শতভাগ সাফল্য। কারণ, বিশ্বকাপে দুই দেশ মুখোমুখি হয়েছে কেবল একবারই। ১৯৯৯ সালে নর্দাম্পটনে। সেই ম্যাচে পাকিস্তানকে ৬২ রানে হারিয়েছিল বাংলাদেশ।
এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশ-পাকিস্তান পরিসংখ্যান
ম্যাচ : ৩৬
বাংলাদেশের জয় : ৫টি
পাকিস্তানের জয় : ৩১টি
সর্বোচ্চ দলীয় স্কোর
বাংলাদেশ : ৩২৯/৬, ২০১৫, ঢাকা
পাকিস্তান : ৩৫৮/৭, ২০১০, ডাম্বুলা
সর্বনিম্ন দলীয় স্কোর
বাংলাদেশ : ৮৭, ২০০০, ঢাকা
পাকিস্তান : ১৬১, ১৯৯৯, নর্দাম্পটন
সবচেয়ে বড় জয়
বাংলাদেশ : ৭৯ রানে এবং ৮ উইকেটে
পাকিস্তান : ২৩৩ রানে এবং ১০ উইকেটে
সবচেয়ে বেশি রান (ব্যক্তিগত)
বাংলাদেশ : তামিম ইকবাল ৬৭৬ রান।
পাকিস্তান : মোহাম্মদ ইউসুফ ৮৯৩ রান।
সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ : তামিম ইকবাল ১৩২
পাকিস্তান : সালমান বাট ১৩৬
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ : সাকিব আল হাসান ২১ উইকেট
পাকিস্তান : শহিদ আফ্রিদি ৩২ উইকেট
সেরা বোলিং
বাংলাদেশ : মোস্তাফিজুর রহমান ৪/৪৩
পাকিস্তান : আবদুল রাজ্জাক ৬/৩৫