শিক্ষা

বিশ্ববিদ্যালয়, কলেজ ও পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে গ্রিন ইউনিভার্সিটির কুইজ প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয়, কলেজ ও পলিটেকনিক শিক্ষার্থীদের নিয়ে গ্রিন ইউনিভার্সিটির কুইজ প্রতিযোগিতাগ্রিন ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইনভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘ব্যাটল অব ব্রেইনস-দ্যা সিরিজ এডিশন’। সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও পলিটেকনিক প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত আগামী ১-২ মে অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা ‘ব্যাটল অব ব্রেইনস-দ্যা সিরিজ এডিশন’। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম।

সংশ্লিষ্টরা জানান, মোট পাঁচটি বিষয় তথা পদার্থ, রসায়ন, গণিত, আইসিটি ও ইংরেজির ওপর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রসায়ন, আইসিটি ও ইংরেজির পরিবর্তে বেসিক ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স থেকে প্রশ্ন থাকবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৯ এপ্রিল। রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন

See also  এইচএসসির ফল প্রকাশে অধ্যাদেশ জারি করতে হবে: শিক্ষামন্ত্রী

কুইজ প্রতিযোগিতা নিয়ে গ্রিন ইউনিভার্সিটির ইইই বিভাগের চেয়ারম্যান ড. এএসএম শিহাবুদ্দিন বলেন, তিন ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্ত করে এ ধরনের সিরিজ কুইজ প্রতিযোগিতা আয়োজনের ঘটনা বিরল।

তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ঘরে বসে থাকা শিক্ষার্থীরা যেমন সুস্থ বিনোদন পাবেন, তেমনি মেধার দৌড়ে নিজেদের অবস্থান যাচাইয়ের সুযোগ পাবেন। প্রতিযোগিতায় প্রথম হওয়া নয় বরং অংশগ্রহণ করাটাই মূল ব্যাপার। মেধা ও মনন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে এতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এর আগে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের একই ধরনের প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।