নেইমার অনুশীলনে অনুপস্থিত, ক্ষিপ্ত পিএসজি কর্তৃপক্ষ!
দুই বছর আগে রেকর্ড মূল্যে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানো নেইমার আবারো বার্সেলোনায় ফিরতে চান। এ নিয়ে প্রতিদিনই গরম থাকছে গণমাধ্যমগুলো। এরমধ্যেই ক্লাবের প্রথম অনুশীলনে নেইমারের অনুপস্থিতি সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ফরাসি ক্লাব পিএসজি ও ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের মধ্যে সম্পর্কটা দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না। এবার সেই তীব্রতা আরো একধাপ বাড়লো। মৌসুম শুরুর আগে সোমবার ছিলো ক্লাবের প্রথম অনুশীলন। সেখানে অনুপস্থিত নেইমার। আর তাতেই ক্ষেপে বসলো ক্লাব কর্তৃপক্ষ। এমনকি এক স্টেটমেন্টে তার (নেইমার) বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়া হয়েছে।
যদিও এই পরিস্থিতির জন্য নেইমার দায়ী নয় বলে দাবি করেছেন তার বাবা সিনিয়র নেইমার। তিনি বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নেইমার ইন্সটিটিউটের কাজের জন্য তার ফেরা হয়নি। তিনি জানান, নেইমার আগামী ১৫ জুলাই পিএসজিতে ফিরবেন। তারা কোনোভাবেই পিএসজিকে বাতিল করেননি।