ফুটবল

কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে মেসি-আগুয়েরো-মারিয়া, দলে নেই ইকার্দি

কোপা আমেরিকার জন্য মঙ্গলবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দির। তবে রাশিয়া বিশ্বকাপের পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেছেন সের্হিও আগুয়েরো। এ দলে চমক বলতে অফ ফর্মে থাকা ফরোয়ার্ড পাওলোর দিবালা স্থান পেলেও কোচ লিওনেল স্ক্যালনির দলে ঠাঁয় হয়নি স্ট্রাইকার মাউরো ইকার্দির। জুভেন্টাস তারকা দিবাল ৩০টি লিগ ম্যাচে গোল করেছেন মাত্র ৫টি। অপরদিকে ইন্টার মিলানের হয়ে ১১টি গোল করেছেন ইকার্দি। মঙ্গলবার ঘোষিত এ দলে আর্জেন্টিনার হয়ে নেতৃত্ব দিবেন বিশ্বের অন্যতম সেরা ফুবলার লিওনেল মেসি। দেশের হয়ে ট্রফি জেতার আরও একটি সুযোগ এসেছে তার সামনে।

See also  নেইমারের জয়রথ চলছেই, আবারও নেইমারে পিএসজির রক্ষা!

এবারের কোপা আমেরিকায় তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১২ দল। দক্ষিণ আমেরিকার ১০ দেশের সঙ্গে এবার আমন্ত্রিত হয়ে খেলবে কাতার ও জাপান। এর আগে ১৯৯৯ সালে জাপান খেললেও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ কাতার এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছে। ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। ১৪ জুন সাও পাওলোতে হবে উদ্বোধন। ৭ জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: আন্দ্রাদা, আরমানি ও মার্চেসিন
রক্ষণভাগ: রেনজো সারাভিয়া, নিকোলাস ওটামেন্ডি, হুয়ান ফোয়েথ, জার্মান পেতসেয়া, রামিরো ফুয়েনেস মোরি, নিকোলাস তাগলিয়াফিকো ও মার্কাস আকুনা 
মাঝমাঠ: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো প্যারাদেস, রবার্তো পেরেইরা, জিওভানি লো চেলসো, অ্যাঙ্গেল ডি মারিয়া, গুইদো রদ্রিগেজ ও এজিকিয়েল প্যালাসিওস 
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও এগুয়েরো, পাউলো দিবালা, মাতিয়াস সুয়ারেজ ও লওতারো মার্টিনেজ

See also  পিএসজি নেইমারের বিনিময়ে রিয়ালের কাছে যেসব দাবী জানালো!

কোপা আমেরিকার গ্রুপ 
গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা ও পেরু। 
গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। 
গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান ও চিলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *