চিলির বিপক্ষে মেসি বিহীন আর্জেন্টিনার একি হাল!
বাংলাদেশ সময় শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষে এ ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করল লাতিন দল দুটি। কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বশেষ দেখায় চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। অগ্নিগর্ভ সেই ম্যাচে মেসির পাশাপাশি লাল কার্ড দেখেছিলেন চিলির গ্যারি মেদেল।
এবার গোলশূন্য প্রীতি ম্যাচও উত্তেজনা ছড়িয়েছে যথেষ্ট। হলুদ কার্ড দেখেছেন দু’দলের ১০ খেলোয়াড়। কিন্তু গোলমুখে দেখা যায়নি সেই আগুন। তুলনামূলক ভালো খেললেও চিলির শেষপ্রহরী ক্লদিও ব্রাভোকে পরাস্ত করতে পারেননি দুই আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা ও লাউতুরো মার্টিনেজ।
শেষ দিকে ডিফেন্ডার লুকাস মার্টিনেজ কুয়ার্তার হেড পোস্টে প্রতিহত হয়। চিলির সেসার পিনারেসও একবার পোস্ট কাঁপিয়েছেন। কিন্তু গোলের দেখা মেলেনি। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে আর্জেন্টিনার পরের ম্যাচ মেক্সিকোর বিপক্ষে। নিষেধাজ্ঞার দরুন দলের বাইরে লিওনেল মেসি। সের্গিও আগুয়েরো ও অ্যাঙ্গেল ডি মারিয়াকেও দলে রাখেননি কোচ। আক্রমণভাগের বড় তিন তারকার অনুপস্থিতিতে জাতীয় দলে নিজের অপরিহার্যতা প্রমাণের সুযোগ কাজে লাগাতে পারলেন না জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালা।আর্জন্টিনাকে খুঁজে পাওয়া গেল না স্বরূপে। নিজেদের মেলে ধরতে পারেনি চিলিও। নিষ্ফলা ম্যাচ দেখে যুক্তরাষ্ট্রের দর্শকদের ঘরে ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে।