ফুটবলের বরপূত্র নেইমারের আন্তর্জাতিক গোলের তালিকা দেখুন।
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়। তিনি ৯৮ ম্যাচে ৬১ গোল করে ব্রাজিল জাতীয় ফুটবল দলের চতুর্থ সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
নিম্নে বিভিন্ন প্রতিযোগিতায় তার দেয়া গোলের তালিকা দেয়া হলোঃ
- প্রীতি ম্যাচে করেছেন ৪২ গোল
- কোপা আমেরিকায় করেছেন ৩ গোল
- ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে করেছেন ৬ গোল
- ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট করেছেন ৬ গোল
- ফিফা কনফেডারেশন্স কাপ টুর্নামেন্ট-এ করেছেন ৪ গোল
সর্বমোট ৬১
- ১০ অক্টোবর ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।
|