ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপ কোটিনহো দাম ৮ কোটি ইউরো!

২০১৮ সালের শীতে লিভারপুল থেকে বার্সেলোনার কাছে স্থানান্তরিত হওয়ার পরে ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপ কোটিনহো ফুটবল বিশ্বকে হুমকির মুখে ফেলেন। চুক্তি দেখে তিনি ইতিহাসের দ্বিতীয় ব্যয়বহুল খেলোয়াড় হয়ে উঠেছিলেন এবং প্রত্যাশাগুলি তার মূল্য ট্যাগের মতোই ক্রমশ হতাশ করছিল সমর্থকদের।
২০০৮ সালে ইন্টার মিলানের (ইতালির ক্লাব) হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলের মিডফিল্ডার কুতিনহো। কুতিনহো ভাস্কো দা গামা ও এসপানিওলের জার্সি গায়ে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি খেলেছেন। তিনি লিভারপুলে যোগ দিয়েছিলেন ২০১৩ সালে। সেখানে ১৫৩টি ম্যাচ খেলে কুতিনহো করেছেন ৪১টি গোল।
সেই ফিলিপ্পে কুতিনহোর বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে ফুরিয়ে এসেছে। ফিলিপ কোটিনহোকে আগ্রহী ক্লাবগুলোর কাছে বিক্রি করে দিতে চায় বার্সা। আট কোটি ইউরোতে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে ছেড়ে দেবে কাতালানরা, এমনটাই জানিয়েছেন গোল ডটকম।