নেইমার কেন কোপা ও অলিম্পিকে খেলতে চান!
এ বছরের জুনে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বসবে কোপা আমেরিকার ৪৭তম আসর। পরের মাসে টোকিওতে শুরু হবে অলিম্পিক।এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা ও অলিম্পিকে দেশের হয়ে খেলতে চান নেইমার। অবশ্য দুটি টুর্নামেন্টের জন্য তার ক্লাব পিএসজি ছাড় দেবে কিনা তা নিয়ে নিশ্চিত নন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
লিগ ওয়ানে রোববার মোনাকোর বিপক্ষে জোড়া গোল করেন নেইমার। তবে ঘরের মাঠে ম্যাচ জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ৩-৩ গোলে ড্র হয় দুই দলের লড়াই। অলিম্পিক ফুটবলে মূলত কোনো দেশের অনূর্ধ্ব-২৩ দল খেলে। তবে কোচ চাইলে তিন জন বেশি বয়সী খেলোয়াড় দলে নিতে পারেন। ব্রাজিল দলে বেশি বয়সী খেলোয়াড়দের একজন হিসেবে খেলার সু্যোগ পেলে তা লুফে নিতে চান নেইমার।
“আমি ছন্দে আছি। কোপা আমেরিকা ও অলিম্পিক দুটোতেই খেলতে চাই। তবে আমি মনে করি এটা কিছুটা কঠিন … পিএসজিকে জিজ্ঞাসা করুন।” “আগের বার (২০১৬ সালে) যখন আমি বার্সেলোনাতে ছিলাম, তারা আমাকে দুটোতেই খেলতে অনুমতি দেয়নি। আমি শতভাগ আশা করি, কোনো না কোনোভাবে ব্রাজিলকে সাহায্য করতে পারব।”
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.