ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের নায়ক হেসুস আগেই জানতেন গোল পাবেন!

gabriel-jesus-copa-america-vs-argentina

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ দেখেছে ফুটবলপ্রেমীরা; কিন্তু বুধবার সকালে প্রথমবারের মতো দেখলো দুই দলের সেমিফাইনাল লড়াই। এর আগে কখনো দুই দলের দেখা হয়নি কোনো সেমিফাইনালে। এমনিতেই ফাইনালে ওঠার লড়াই। তার ওপর মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ। এমন একটি দিনে ম্যাচ জয়ের নায়ক হওয়া যে কোনো ফুটবলারের জন্যই স্বপ্নের মতো। ব্রাজিল দলের নাম্বার নাইন সে স্বপ্ন দেখেছিলেন ম্যাচের আগেই। আর্জেন্টিনাকে হারানোর পর তিনি জানিয়েছেন সেই কথা, ‘আমি জানতাম গোল পাবো।’ যাদিও এবারের কোপায় আগে গোলের মুখ দেখেননি তিনি।
‘আমি অনুভব করছিলাম যে, গোল করবো। আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম। ফিরমিনোর অসাধারণ এক পাস আমাকে গোল পাইয়ে দিয়েছে। সত্যি বলতে কী ফিরমিনোর ওই পাসটি ছিল নিখুঁত’- বলেন হেসুস। গোলের জন্য অবশ্য উচ্ছ্বসিত নন হেসুস, ‘আমি গোলের জন্য আনন্দিত নই। আমি খুশি দলের জন্য। আমি গোল করেছি, আমরা গোল করেছি। সবচেয়ে বড় কথা আমরা জিতেছি। আমি যে গোলটি করেছি সেটা টিম পারফরম্যান্সের ফসল। ফাইনালও আমাদের এমন গতিতে খেলতে হবে।’

See also  দেখুন ঠিক কি কারণে নেইমার না ফেরায় নিজেদের ‘প্রতারিত’ ভাবছেন বার্সার খেলোয়াড়েরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *