ফুটবল

দেখুন কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের সম্ভবনা কেমন!

2019 Copa America Schedule Group Stage Round

এক যুগ পর আবারো কোপা দিয়েই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। বাংলাদেশ সময় আগামীকাল (বুধবার) ভোরে বেলো হরিজেন্তেতে একে অপরকে মোকাবিলা করবে বিশ্ব ফুটবলের জনপ্রিয় এ দুটি দল। প্রতিযোগিতামূলক ফুটবলের পরিসংখ্যান টানলে আর্জেন্টিনা থেকে এগিয়েই মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। এখন পর্যন্ত, ১১০ বারের মুখোমুখি দেখায় আর্জেন্টিনার ৩৯ জয়ের বিপরীতে ব্রাজিলের জয় ৪৫ ম্যাচে। বাকি ২৬ ম্যাচ ড্র।

জয়ে ব্রাজিলে থেকে পিছিয়ে থাকলেও, মুখোমুখি দেখায় বেশি গোল দেয়ার রেকর্ড আবার আর্জেন্টিনার। ব্রাজিলের জালে আলবিসেলেস্তেরা যেখানে গোল দিয়েছে ১৬৬টি, সেখানে সেলেসাওরা আর্জেন্টিনার জালে বল পাঠিয়েছে ১৬৫ বার। আন্তর্জাতিক ফুটবলের হিসেবে ব্রাজিল থেকে আর্জেন্টিনা পিছিয়ে থাকলেও, কোপা আমেরিকায় একক আধিপত্য আর্জেন্টিনার। এই টুর্নামেন্টে ৩২ বারের মুখোমুখি দেখায় ১৫ ম্যাচে শেষ হাসি হাসে আর্জেন্টিনা। বিপরীতে ব্রাজিলের জয় ৯ ম্যাচে। আর বাকি থাকা ৮ ম্যাচ অমীমাংসিত অবস্থায় শেষ হয়। কোপা আমেরিকায়ও গোলের হিসাবে এগিয়ে আছে আলবিসেলেস্তেরা। ব্রাজিলের জালে কোপায় আর্জেন্টিনা গোল দিয়েছে ৫২টি, বিপরীতে খেয়েছে মাত্র ৩৮ টি।

See also  কোপা আমেরিকায় নেইমার, কিন্তু জায়গা হয়নি মার্সেলোর! দেখে নিন ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *