ফুটবল

নেইমার কি সত্যিই রিয়ালে যাচ্ছেন! হ্যাজার্ডের সঙ্গে খেলার ইচ্ছা কেন নেইমারের

দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ত জার্মেইয়ে নাম লিখিয়েছেন নেইমার। নতুন চ্যালেঞ্জ নিতেই ফরাসি ক্লাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক, ‘ব্যাপারটা ছিল নতুন কোনও কিছু পাওয়া জন্য, উদ্দেশ্য ছিল নতুন কঠিন কিছু মোকাবিলার। বার্সেলোনা হলো এমন একটি ক্লাব, যার প্রতি আমার ভালোবাসা আছে, সেটা এমনকি এখনও আছে।’

কাতালান ক্লাবটির খেলোয়াড়দের সঙ্গে এখনও যোগাযোগ হয় নেইমারের, ‘আমার সাবেক সতীর্থদের সঙ্গে এখনও আমি কথা বলি। তবে ওই সময় মনে হয়েছিল আরও কঠিন কিছু দরকার আমার। এডেন হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন দিনে দিনে আরও জমাট বাঁধছে। ঠিক সেই মুহূর্তেই বেলজিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গে খেলার ইচ্ছা কথা শোনালেন নেইমার।

See also  নেইমার বিহীন পিএসজির ডি মারিয়া একাই উড়িয়ে দিলেন রিয়ালকে

হ্যাজার্ডের রিয়ালে নাম লেখানোর কথা শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। তবে ইউরোপিয়ান মিডিয়ায় এখন জোর গুঞ্জন চলছে, সামনের মৌসুমেই চেলসি ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দিচ্ছেন তিনি। নেইমারের প্রতি রিয়ালের আগ্রহ নতুন কোনও খবর নয়। সেই সান্তোস থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে আনার চেষ্টা করে যাচ্ছে মাদ্রিদের ক্লাবটি।

রিয়ালের আশা পূরণ হবে কিনা, সেটা ভবিষ্যতেই জানা যাবে। তবে অন্য একটি কারণে এখন নেইমারকে পাওয়ায় আশা জাগতে পারে রিয়াল সমর্থকদের মনে। ‘লস ব্লাঙ্কোদের’ টার্গেট হ্যাজার্ডের সঙ্গে যে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন নেইমার! ‘ফক্স স্পোর্টস’কে এই ব্রাজিলিয়ান বলেছেন, ‘আমি হ্যাজার্ডের সঙ্গে খেলতে চাই। ও অন্য ধরনের খেলোয়াড়। ওর খেলার ধরনটা আমার সঙ্গে মেলে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *