ফুটবল

পিএসজি নেইমারের বিনিময়ে রিয়ালের কাছে যেসব দাবী জানালো!

barcelonas-neymar-proposal-to-paris-saint-germain

মাদ্রিদ ভিত্তিক বিখ্যাত স্পোর্টস দৈনিক মার্কা জানাচ্ছে, নেইমারের বিনিময়ে পিএসজি রিয়ালের কাছে কি কি চায়, সেই তালিকার কথা। বার্সা যেমন নেইমারের জন্য কৌতিনহো এবং ইভান রাকিটিচকে ছেড়ে দিতে চায়, তেমনি রিয়াল কাকে ছাড়তে চায় সেটা না জানা গেলেও, মার্কা বলছে, নেইমারের জন্য রিয়ালের কাছে ব্রাজিলিয়ান উঠতি তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং লুকা মদ্রিচকে চেয়েছে পিএসজি।
মার্কার দেয়া তথ্য মতে, ভিনিসিয়ুস জুনিয়রকে পেতে মরিয়া হয়ে রয়েছে পিএসজি। এ কারণে এই ব্রাজিলিয়ান উঠতি তারকাকে নিতে চায় তারা। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে ভিনিসিয়ুস হচ্ছেন আনটাচেবল ফুটবলার। তাকে কোনোভাবেই ছাড়বে না লজ ব্লাঙ্কোজরা। ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বিশ্বাস করেন, ভবিষ্যতের জন্য তারা একটা সম্পদ জোগাড় করে ফেলেছে খুব কম বয়সেই। যাকে নিয়ে সাবেক কোচ হুলেন লোপেতেগুইয়ের সঙ্গেও মতবিরোধ হয়েছিল পেরেজের। ভিনিসিয়ুসকে রিয়াল মাদ্রিদ খুব যত্ন করেই গড়ে তুলতে চায়। লুকা মদ্রিচ হলেন, রিয়ালের মাঝ মাঠের কান্ডারি। তাকে ছাড়ার কোনো ইচ্ছা মাদ্রিদিস্তাদের নেই। অন্যদিকে, বিকল্প হিসেবে পিএসজি আরেক ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোকেও চেয়েছে। তবে, তার প্রতি আগ্রহ খুব একটা নেই।
মার্কার দেয়া তথ্য মতে, গ্যারেথ বেল কিংবা হামেস রদ্রিগেজের প্রতি পিএসজির বিন্দু পরিমাণ আগ্রহ নেই। তারা এ দু’জনকে কোনোভাবেই নিতে চায় না। সরাসরি না বললেও, বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদ হয়তো নেইমারের বিনিময়ে বেল এবং রদ্রিগেজকে দিতে চায় পিএসজিকে। কিন্তু পিএসজি এদের না নেয়ার পক্ষেই।

See also  ফুটবলারদের সঙ্গে মাঠেই শিরোপা উদযাপন করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *