জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজে উচ্চশিক্ষা এখন সময়ের দাবী!
প্রযুক্তির কল্যাণে পৃথিবী এখন একটি ‘ছোট্টগ্রাম’। সে গ্রামে সেই সবচেয়ে অগ্রসর বাসিন্দা, যার কাছে বেশি তথ্য আছে। একজন সাংবাদিক হলেন তথ্যের কারিগর। নিজেকে প্রকাশ করার, প্রতিদিন নতুন নতুন ঘটনা মানুষকে জানানোর এই মোহনীয় অভিজ্ঞতার সঙ্গে আর কিছুরই তুলনা চলে না। দিন দিন বেড়েই চলেছে টিভি ও দৈনিক পত্রিকার সংখ্যা। সেই সঙ্গে হালনাগাদ খবর জানতে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন গণমাধ্যমও। ফলে এসব গণমাধ্যমে প্রয়োজন হচ্ছে দক্ষ সংবাদকর্মীর। এ ছাড়া দেশি-বিদেশি উন্নয়ন সংস্থায়ও কাজের সুযোগ রয়েছে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের।
জেনে-বুঝে-শুনে জীবনের লক্ষ্য নিয়ে উচ্চশিক্ষা শেষ করে প্রতিবছর সাংবাদিকতা ছাড়াও গণমাধ্যমে বিভিন্ন পদে অভিষেক ঘটছে শত শত তারুণের। এ ছাড়া কেবল সংবাদপত্রই এখন তাদের কর্মক্ষেত্র নয়। দুই ডজনের বেশি স্যাটেলাইট টেলিভিশন, বেশ কটি এফএম রেডিও ছাড়াও যোগ হয়েছে নতুন নতুন অনলাইন মাধ্যম। অন্যান্য গণমাধ্যমের চেয়ে আগেভাগে খবর দেওয়ায় মানুষ একাধিক অনলাইন পত্রিকা পড়ছে। কয়েকটি অনলাইনে স্টিল ছবির সঙ্গে দেওয়া হচ্ছে অডিও, ভিডিও। চলছে বেশ কটি কমিউনিটি রেডিও-ও। তথ্য মন্ত্রণালয়ের তথ্য, দেশে অনুমোদন রয়েছে ৪৪টি টেলিভিশন, ২২টি এফএম, ৩২টি কমিউনিটি রেডিও, এক হাজার ১৮৭টি দৈনিক পত্রিকা, শতের ওপর অনলাইন পত্রিকার।
প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় সাংবাদিকতা ও গণমাধ্যম এখন প্রথম সারির বিষয়। বিশ্ববিদ্যালয়গুলোয় এটি উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দ হিসেবে আজ প্রতিষ্ঠিত। বাংলাদেশে গণমাধ্যমের বিশেষ করে টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়ার বিস্তার ও বিকাশ এবং যোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে মানুষের স্পষ্ট ধারণা তৈরি হওয়ায় এ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ভর্তির যোগ্যতাঃ
এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষায় নূ্যনতম জিপিএ ২.৫ (অথবা দুটি মিলে ৬) থাকলে এ বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে। এ বিষয়ে পড়তে চাইলে যোগাযোগ করা যাবে :
মাল্টিমিডিয়া জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ পড়ার সুযোগ রয়েছে এমনি কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগের ঠিকানা দেওয়া হলো।
ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)
ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন
বসুন্ধরা আবাসিক এলাকা
www.iub.edu.bd
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন
যোগযোগ: ২২০/ডি বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২০৭।
ফোনঃ ০১৭৫৭০৭৪৩০১, ০১৭৫৭০৭৪৩০২, ০১৭৫৭০৭৪৩০৩, ০১৭৫৭০৭৪৩০৪
www.green.edu.bd
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ডিপার্টমেন্ট অব জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ
সাত মসজিদ রোড, ধানমন্ডি
www.sub.edu.bd
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
ডিপার্টমেন্ট অব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম
সাত মসজিদ রোড, ধানমন্ডি
www.ulab.edu.bd
স্টামফোর্ড ইউনিভার্সিটি
ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ
সাত মসজিদ রোড, ধানমন্ডি
www.stamforduniversity.edu.bd
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন
শুক্রাবাদ, ধানমন্ডি
www.daffodilvarsity.edu.bd
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ
ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন
কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা
ফোন: ৯৮৯৭৩৮৭, ৯৮৯৪২২৯
www.aiub.edu
ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)
কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ
সাত মসজিদ রোড, ধানমন্ডি
www.uoda.edu.bd
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম
ব্রডকাস্ট অ্যান্ড প্রিন্ট জার্নালিজম
নিকুঞ্জ হাউজিং সোসাইটি, দক্ষিণ খুলশি
www.portcity.edu.bd
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://accounts.binance.com/ru-UA/register?ref=OMM3XK51
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.