নেইমার নিজেকে সময়ের সঙ্গে অনেক পাল্টে ফেলেছে, পরিণত হয়েছে: তিতে
চলতি মৌসুমে পিএসজি-র হয়ে নেইমার খেলেছেন ২৪ ম্যাচ। মাঠে ছিলেন ১৯৬১ মিনিট। গোল করছেন ২০টি। কিন্তু তিতে তাঁর দলের সেরা অস্ত্রের পারফরম্যান্স নিয়ে আশ্বস্ত হতে পারছেন না।
বুধবার ব্রাজিলের এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ধরেই নিচ্ছি, কোপা আমেরিকাতে নেইমারকে ভাল অবস্থাতেই পাব।’’ তিনি আরও বলেছেন, ‘‘সদ্য চোট সারিয়ে আবার মাঠে ফিরেছে নেইমার। ফলে খুব বেশি চাপ দেওয়া ঠিক হবে না। আমি চাই ব্রাজিলের জার্সিতে পুরনো মেজাজের নেইমারকে ফিরে পেতে। আর তার জন্য ওকে পর্যাপ্ত সময়ও দিতে হবে।’’
তিন মাস চোটের সঙ্গে লড়াই শেষে আবারো পিএসজির জার্সিতে ফিরছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। তাই তাকে নিয়ে এর মধ্যে কোপা আমেরিকার পরিকল্পনা সাজাতে শুরু করেছেন ব্রাজিল দলের কোচ তিতে।পিএসজির হয়ে দ্বিতীয়ার্ধের খেলায় মাঠে নেমেছিলেন। তাই পুরো ম্যাচ খেলার মতো নেইমারের ফিটনেস আছে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তাই নেইমারের ইনজুরি পরবর্তিত অবস্থা স্পষ্ট নয় ব্রাজিল দলের কোচ তিতের কাছে।