ফুটবল

নেইমারের সঙ্গে ক্লাব পর্যায়ে খেলার ইচ্ছা কৌতিনিয়োর

ব্রাজিলের বয়স ভিত্তিক দলে আমরা একসঙ্গে অনেক খেলেছি। এরপর নেইমার একজন বিশেষ খেলোয়াড় হয়ে উঠল। তার দলে খেলাটা সবসময় আনন্দের, যদিও এখন পর্যন্ত ক্লাব পর্যায়ে আমার এখনও সে সৌভাগ্য হয়নি। তার সঙ্গে এক ক্লাবে খেলতে পারলে দারুণ হবে। ভবিষ্যতে কখনও নেইমারের সঙ্গে একই ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করে কৌতিনিয়ো বলেন, তার সঙ্গে খেলাটা সবসময় আনন্দের।

জাতীয় দল সতীর্থ নেইমারের সঙ্গে খেলাটা ভীষণ আনন্দদায়ক বলে জানিয়েছেন ব্রাজিলের ফিলিপে কৌতিনিয়ো। ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের সঙ্গে একই ক্লাবে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন বার্সেলোনা মিডফিল্ডার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। এর পরের বছর ইংলিশ ক্লাব লিভারপুল থেকে কাম্প নউয়ে আসেন কৌতিনিয়ো।

See also  ১০ বছর পর প্রথম ম্যাচ হারল মেসি বিহীন বার্সা! নেইমার নেইমার স্লোগান বার্সেলোনা সমর্থকদের