ফুটবল

নেইমারের ব্রাজিলের চোখ এখন কোপা আমেরিকায়

ইনজুরির কারণে ম্যাচে খেলতে পারেননি নেইমার। ম্যাচের আগেই সেলেসাও বস তিতে জানিয়েছিলেন, নীরিক্ষার আরও একটি মঞ্চ হবে এই ম্যাচ।প্রসঙ্গত, দুর্বল পানামার বিপক্ষে ড্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়া ব্রাজিল এবার চেক রিপাবলিকের বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে।

এবার কোপা আমেরিকা জয়ের ইঙ্গিত দিয়েছে ব্রাজিল। মঙ্গলবার চেক রিপাবলিকদের সঙ্গে দুরন্ত জয়ের পর ব্রাজিলের অফিসিয়াল টুইটার পেজে এ ঘোষণা দেয়া হয়। টুইট বার্তায় বলা হয়, (কোচ) তিতের জন্য শুভ কামনা। এবার আমাদের লক্ষ্য কোপা আমেরিকা (জয়)। এ টুইটবার্তার প্রতিক্রিয়ায় ব্রাজিলভক্ত ও ফেনোমিনু নামের একজন রিটুইট করে বলেন, নেরেস যেন অবশ্যই সিলেক্টেড হয়।

See also  মেসি-নেইমার পিএসজিকে জেতাতে পারলেন না, এমবাপ্পের জন্য হাহাকার

এবার কোপা আমেরিকা জয়ের ইঙ্গিত দিয়েছে ব্রাজিল। মঙ্গলবার চেক রিপাবলিকদের সঙ্গে দুরন্ত জয়ের পর ব্রাজিলের অফিসিয়াল টুইটার পেজে এ ঘোষণা দেয়া হয়। টুইট বার্তায় বলা হয়, (কোচ) তিতের জন্য শুভ কামনা। এবার আমাদের লক্ষ্য কোপা আমেরিকা (জয়)। এ টুইটবার্তার প্রতিক্রিয়ায় ব্রাজিলভক্ত ও ফেনোমিনু নামের একজন রিটুইট করে বলেন, নেরেস যেন অবশ্যই সিলেক্টেড হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *