এবার ক্যান্সার হাসপাতালে ২৫ কোটি টাকা দিলেন মোহামেদ সালাহ!
অতীতেও দেশবাসীর সেবায় দান করেছেন সালাহ। এর আগে নিজ শহরে শিশু ক্যান্সার হাসপাতালকে একখণ্ড জমি কিনে দেন তিনি। একই সঙ্গে ১২ মিলিয়ন মিসরীয় পাউন্ড অর্থ সাহায্য দেন। টাকার অঙ্কে যা প্রায় ছয় কোটি। এবার মিসরের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে তিন মিলিয়ন মার্কিন ডলার দান করলেন লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বাংলাদেশি মুদ্রামানে এর পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা। বুধবার কায়রো বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহামেদ উথমান আল-খাস্ত এ তথ্য দিয়েছেন।
জাতীয় ক্যান্সার ইন্সটিটিউটে ৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫ কোটি টাকা দান করেছেন সালাহ। কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহামেদ উথমান আল-খাস্ত সালাহর অনুদানের কথা জানিয়েছেন। গত সোমবার কায়রোয় অবস্থিত ক্যান্সার ইন্সটিটিউট ভবনের সামনে এক বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন। বিস্ফোরণে ভবনের ক্ষতি হলেও রোগী কিংবা স্টাফরা নিরাপদ ছিলেন। রোগীদের এরইমধ্যে ভিন্ন হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই এক গাড়ি ক্যান্সার ইন্সটিটিউটের ভবনে আঘাত হানলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর সরকারের তরফ থেকে ভবন সংস্কারের ঘোষণা দেওয়া হয়। এরপরই সরকারের পাশে দাঁড়িয়ে হাসপাতালটি সংস্কারের জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য পাঠান মিশরীয় ফুটবল তারকা সালাহ।
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://accounts.binance.com/cs/register?ref=S5H7X3LP