ক্রিকেট

দেখুন ঠিক কি কারণে সাকিবদের কোচ বরখাস্ত হলেন!

bd-cricketers-with-rhodes

রোডস ২০১৮ সালের জুনে দুই বছর মেয়াদি চুক্তিতে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে যোগ দেন। কিন্তু এক বছরের না যেতেই তাকে বিদায় নিতে হলো। এখন মাশরাফি-সাকিবদের দায়িত্ব কে নেন সেটাই দেখার বিষয়। বিশ্বকাপে ৮ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। হেরেছে বাকি পাঁচটিতে, বৃষ্টির কারণে একটি পরিত্যক্ত হয়েছে। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে অষ্টম স্থানে থেকে অভিযান শেষ করেছেন টাইগাররা। তাদের অবস্থান কেবল ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের আগে। এর অন্যতম কারণ, সাকিব-মোস্তাফিজ ছাড়া বাকিরা জ্বলে উঠতে না পারা।

See also  ভিডিওতে দেখুন বাংলাদেশকে নিয়ে স্টার স্পোর্টসের এ কেমন ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন!

রোডসকে বাদ দেয়া নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, লন্ডনে উপস্থিত বিসিবি সদস্যরা এক বৈঠকে বিশ্বকাপে দলের পারফরম্যান্স পর্যালোচনা করেন। তাতে রোডসের গেম প্ল্যান এবং ম্যাচ চলাকালে খেলোয়াড়দের সঙ্গে ‘কমিউনিকেশন’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সার্বিক বিবেচনায়, ইংল্যান্ডেই রোডসকে বাদ দেয়ার সিদ্ধান্ত হয়। দেশে ফিরে শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বৈঠক করে রোডস ও ওয়ালশকে সিদ্ধান্ত জানিয়ে দেন। সামনের বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত স্টিভ রোডসের সঙ্গে বিসিবির চুক্তি ছিল। অবশ্য কোর্টনি ওয়ালশের সঙ্গে চুক্তি ছিল চলতি বিশ্বকাপ পর্যন্ত।

One thought on “দেখুন ঠিক কি কারণে সাকিবদের কোচ বরখাস্ত হলেন!

  • Hello there! Do you know if they make any plugins to
    assist with SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not seeing very good gains.

    If you know of any please share. Cheers! I saw similar
    blog here: Your destiny

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *