Football

আমেরিকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন মেসি, খেলবেন মেজর লিগ সকারে?

আমেরিকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মেসির, দাম কত জানেন?

চুক্তি অনুযায়ী বার্সেলোনায় এটাই শেষ মৌসুম মেসির। এরপর কোথায় যাবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আর সেই সম্ভাবনা আরও কিছু জোরালো হল সাম্প্রতিক সময়ে প্রকাশিত নানা খবরে।

messi new apartment in usaস্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসি নাকি ইতোমধ্যেই আমেরিকার ফ্লোরিডাতে একটি বাড়ি কিনে রেখেছেন। বাংলাদেশি টাকায় যার মূল্য ৮৩ কোটি টাকার মতো। যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামি ক্লাবে খেলার ইচ্ছে পোষণ করেছেন মেসি। যে ক্লাবের মালিক আরেক সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম। দেড় বছর আগেই সেখানে বিলাসবহুল ফ্ল্যাট কিনে রেখেছেন তিনি।

বার্সা ছাড়ার আগেই বিলাসবহুল পোরশে ডিজাইনের বহুতল ফ্ল্যাট কিনেছেন মেসি। ২০১৪ সালে নির্মিত এই টাওয়ারে শুধু গাড়ি উপরে তোলার জন্য একটি আলাদা লিফট রয়েছে। মেসির এই ফ্ল্যাট থেকে ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামির স্টেডিয়ামের দূরত্ব প্রায় ২৫ মিনিটের মতো।

গণমাধ্যমটি আরও দাবি করে, মেসি ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিতে চান। এছাড়া তার সন্তানরা যেন বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে সেখানকার হাইস্কুলে পড়তে পারে, সে জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

এর আগে আমেরিকায় এসে মেজর লিগ সকার খেলেছেন ব্রাজিলের পেলে, ডেভিড বেকহ্যাম, আন্দ্রেয়া পিরলো, ইব্রাহিমোভিচদের মতো তারকারা। ক্যারিয়ারের শেষ দিকে এসে অধিকাংশ ইউরোপীয় তারকা এই লিগে আসেন।