শিক্ষা

ডিপ্লোমা-এমফিল আবেদন শুরু বিএসএমএমইউর, পরীক্ষা আগামী ৯ এপ্রিল

ডিপ্লোমা-এমফিল আবেদন শুরু বিএসএমএমইউর, পরীক্ষা আগামী ৯ এপ্রিলএমফিল, এমএমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের ২০২১ সালের জুলাই সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। আগামী ৯ এপ্রিল বিএসএমএমইউসহ বিভিন্ন কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএসএমএমইউতে এমফিল, এমএমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ডিপ্লোমা এবং এমপিএইচ কোর্সের বিভিন্ন শাখায় ২০২১ সালের ১ জুলাই একাডেমিক অধিবেশন শুরুর লক্ষ্যে ভর্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করা বলে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষা ও এমআইএসসির অনুকুলে পূবালী ব্যাংক লিমিটেডের অ্যাকাউন্ট নম্বর ‘0947102001731’-এ অর্থ জমা দিতে পারবেন আগ্রহী যোগ্য প্রার্থীরা। অর্থ জমার রশিদসহ প্রার্থীরা ২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

See also  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ

এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা কোর্সের পরীক্ষা আগামী ৯ এপ্রিল সকল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং আইডিয়াল কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এমফিল পিএসএম ও এমপিএইচ কোর্সের পরীক্ষা বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।