শিক্ষা

এইচএসসির রেজাণ্ট হবে এসএসসির ৭৫ ও জেএসসির ২৫ শতাংশ নিয়ে

এইচএসসির রেজাণ্ট হবে এসএসসির ৭৫ ও জেএসসির ২৫ শতাংশ নিয়ে

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে (ভার্চুয়াল) শিক্ষামন্ত্রী বলেন, ‘চলতি বছর এইচএসসি পরীক্ষা বাতিল করে সকল পরীক্ষার্থীকে পাস ঘোষণা করা হয়েছে। এসএসসি-সমমান এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলের মাধ্যমে গ্রেড নির্ধারণ করা হবে। এ জন্য আমরা একটি টেকনিক্যাল কমিটি গঠন করি। তারা বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে আমাদের কাছে একটি গ্রেড নির্ণয়ের জন্য একটি দিকনির্দেশনা দিয়েছেন। এর আলোকে এ বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘গ্রেড নির্ণয়ের জন্য এসএসসি পরীক্ষার ফলকে বেশি গুরুত্ব দেয়া হবে। এ পরীক্ষার ফলের মোট নম্বরের ওপর ৭৫ শতাংশ এবং জেএসসি ২৫ শতাংশ নম্বর যুক্ত করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

See also  গ্রিন ইউনিভার্সিটিতে আন্ত:বিভাগ কুইজ প্রতিযোগিতা

Read: ঢাবি ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে, এমসিকিউ ৪০ লিখিত ৪০

তিনি আরও বলেন, ‘বাউবিসহ যারা জেএসসি পরীক্ষার অংশগ্রহণ করেনি তাদের তো আমরা গ্রহণ করেছি। তাই তাদের এসএসসি পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হবে। পূর্বের পরীক্ষার সম বিষয়ের নম্বরকে গুরুত্ব দেয়া হবে। যেসকল বিষয় মিল থাকবে না তা কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।’

Read: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেলের ভর্তি পরীক্ষা!

আগামী ডিসেম্বরের শেষের দিকে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

See also  অনলাইনে দেশের ইতিহাসে দ্বিতীয় সমাবর্তন গ্রিন ইউনিভার্সিটির। প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে-শিক্ষামন্ত্রী

এদিকে, এ বছর সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ক্যাচমেন্ট এরিয়া (বিদ্যালয় সংলগ্ন এলাকা) ৪০ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ করা হবে। ক্লাস্টারভিত্তিক ভর্তির ক্ষেত্রে লটারিতে ৫টি স্কুল শিক্ষার্থীরা নির্বাচন করতে পারবে বলেও জানান মন্ত্রী।

মহামারী পরিস্থিতির ততটা উন্নতি না হওয়ায় পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং স্কুলের বার্ষিক পরীক্ষাও এবার হচ্ছে না।  পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা সবাই পরের ক্লাসে উঠে যাবে।