ফুটবল

নেইমারের ভবিষ্যৎ অনিশ্চিত! তাকে ছাড়াই পিএসজির পরিকল্পনা

Neymar-Copa America

২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে প্যারিসে পা রাখা নেইমারকে দলে পেতে আগ্রহী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে ইএসপিএন এফসি তাদের এক প্রতিবেদনে দাবি করে, মঙ্গলবার আলোচনার পর বার্সেলোনার প্রস্তাবে সন্তুষ্ট হয়নি পিএসজি। ফলশ্রুতিতে বার্সেলোনার সঙ্গে তারকা ফরোয়ার্ড নেইমারের দল-বদল নিয়ে আলোচনার কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
২৭ বছর বয়সী ফরোয়ার্ডের ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয় বলে আরএমসি স্পোর্টসকে জানান লিওনার্দো। সম্প্রতি পায়ের পাতার চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন নেইমার। এই চোটে গত মৌসুমের শেষদিকে খেলতে পারেননি তিনি। চোট পুরোপুরি ঠিক হয়ে গেছে বলেও জানান লিওনার্দো।

See also  নেইমারকে নিয়ে নাটক চলছেই! দেখুন এবারের নতুন নাটক কি

“সবাই যেমনটা জানে, ক্লাবগুলোর মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু কিছুই এগোয়নি।” চোট সম্পর্কে লিওনার্দো জানান “এটা খুব সাধারণ ব্যাপার। মৌসুমের শুরু থেকে মেডিকেল টিম ও বিশ্বের সেরা সব সার্জন নেইমারের তত্ত্বাবধায়ন করছিল।” “নেইমারের চোট পুরোপুরি সেরে গেছে।” আগামী রোববার লিগ ওয়ানে রেনের বিপক্ষে নেইমার খেলবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে। এর মধ্যে পিএসজি ও বার্সেলোনার মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হবে বলেও ধারণা করা হচ্ছে।

অন্যদিকে পিএসজিতে থাকবেন কি থাকবেন না- এ নিয়েই দারুণ সিদ্ধান্তহীনতায় নেইমার। মূলতঃ তিনি থাকতে চাচ্ছেন না। কিন্তু অন্য কোনো ক্লাবেও এখনও পর্যন্ত থিতু হতে পারলেন না। এ পরিস্থিতিতে দলের সঙ্গে প্র্যাকটিস করলেও নেইমারকে খেলানোর চিন্তা থেকে সরে এসেছে পিএসজি। এমনই এক পরিস্থিতিতে ফেঞ্চ লিগ ওয়ান শুরু করেছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। শুরুতেই নেইমারকে ছাড়া যে অপ্রতিরোধ্য গতি দেখালো তারা, তাতেই বোঝা যাচ্ছে সদ্য শুরু হওয়া এই মৌসুমটা কেমন কাটাবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *