ফুটবল

ইনস্টাগ্রামে রোনাল্ডোর এক পোস্টেই আয় ৮ কোটি ২৪ লাখ টাকা, দুই ও তিনে কে দেখে নিন!

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি মিলল রোনালদোর

বিশ্বের তারকা খেলোয়াড়রা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে প্রচুর অর্থ রোজগার করেন তারা। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ক্রীড়াজগতের ধনীদের তালিকা প্রকাশ করেছে। এতে পোস্টে আয়ে সবার শীর্ষে রয়েছেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতি পোস্টে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পান ৯ লাখ ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ কোটি ২৪ লাখ টাকা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১৭৬ মিলিয়ন।
হোপার হেডকোয়ার্টারে প্রকাশিত তথ্যানুযায়ী, চলতি বছর সেই তালিকার দুই ও তিনে রয়েছেন ব্রাজিলীয় পোস্টারবয় নেইমার এবং আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। তার পরে রয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহ্যাম। তালিকায় প্রথম চারজনই ফুটবলার। পাঁচ নম্বরে রয়েছেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লে বোর্ন জেমস।
বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে এ তালিকায় স্থান পেয়েছেন বিরাট কোহলি। নবম স্থানে জায়গা পেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে তার একটি পোস্টের মূল্য ১ লাখ ৯৬ হাজার মার্কিন ডলার। টাকার অঙ্কে যা ১ কোটি ৬৫ লাখ। ভারতীয় অধিনায়কের ফলোয়ার হলো ৩৮.২ মিলিয়ন।

See also  মেসির সমালোচনায় ব্রাজিল কোচ! হার মেনে নিতে শেখো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *