শিক্ষা

এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশ, যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের ফল

এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশ, যেভাবে জানা যাবে এসএসসি ও সমমানের ফল

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

মোবাইল ফোনে যেভাবে ফল জানা যাবে

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2021 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

See also  অধ্যাপক ড. আব্দুর রাজ্জাককে গ্রিন ইউনিভার্সিটির প্রো-ভিসি করে রাষ্ট্রপতির আদেশ জারি

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর গড় পাসের হার বিভিন্ন শিক্ষাবোর্ডে নিম্নরুপ:

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৯৭ দশমিক ৫২
সিলেট শিক্ষা বোর্ডে ৯৬ দশমিক ৭৮
কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯৬ দশমিক ২৭,
ঢাকা শিক্ষা বোর্ডে ৯৩ দশমিক ১৫,
রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৪ দশমিক ৭১,
যশোর শিক্ষা বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯,
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৯১ দশমিক ১২,
দিনাজপুর শিক্ষা বোর্ডে ৯৪ দশমিক ৮০

See also  এইচএসসির রেজাণ্ট হবে এসএসসির ৭৫ ও জেএসসির ২৫ শতাংশ নিয়ে

ঢাকা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ১৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন পরীক্ষার্থী। দিনাজপুর বোর্ডে পাস করেছে ৯৪ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন। যশোর বোর্ডে পাসের হার ৯৩ দশমিক শূন্য ৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী। এছাড়া বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী।

See also  এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ৯ জুলাই

রাজশাহীতে ৯৪ দশমিক ৭১ শতাংশ, কুমিল্লায় ৯৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৯১ দশমিক ১২ শতাংশ ও সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অন্যদিকে মাদরাসা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১১৩ জন। এছাড়া কারিগরিতে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ এবং সেখানে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী।