ফুটবল

সুয়ারেজকে নেইমারের সান্ত্বনা! পেরু ও চিলি সেমিফাইনালে

neymar-luis-suarezউরুগুয়ে টাব্রেকারে ৫-৪ গোলে হেরে মহাদেশীয় এই টুর্নামেন্টে এখন তারা দর্শক। পেরু সেমিফাইনালে খেলবে চিলির বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা।দলের সবচেয়ে বড় তারকা লুইস সুয়ারেজ। টাইব্রেকারের প্রথম শটটি তাই তিনিই নিয়েছিলেন। পেরুর বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে বার্সা তারকার নেয়া প্রথম শটটি এতটাই দুর্বল ছিল যে, সেটা ধরতে কোনো বেগই পেতে হয়নি পেরুর গোলরক্ষক পেদ্রো গেলেসকে।লুইস সুয়ারেজের এই ব্যর্থতার পর তাকে সান্ত্বনা দিয়েছেন তারই এক সময়ের বার্সা সতীর্থ নেইমার জুনিয়র। ম্যাচের পরপরই সুয়ারেজকে সান্ত্বনা দিয়ে এক বার্তা পাঠিয়েছেন নেইমার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার প্রথমে ক্ষুদে বার্তা এবং পরে অন্য একটি ভিডিও বার্তাও পাঠিয়েছেন সুয়ারেজকে। বার্তায় নেইমার লিখেছেন, ‘মাথা উঁচু করো। তুমি অনেক বিখ্যাত, ব্রাদার! আমি তোমাকে ভালোবাসি।’

See also  দেখুন মেসির চোখে সেরা পাঁচ ফুটবলার কারা। নেইমারকে সেরা বলতে কার্পণ্য করেননি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *