ফুটবল

চেলসিকে উড়িয়ে শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

Manchester-United-4-0-Chelsea-Premier-Leagueইংলিশ প্রিমিয়ার লিগ কী দুর্দান্তভাবেই না শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের প্রথম বড় ম্যাচে চেলসিকে উড়িয়ে দিয়েছে উলে গুনার সুলশারের দল। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে আক্রমণাত্মক খেলে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। মার্কাস র‌্যাশফোর্ড করেন জোড়া গোল। অপর দুই গোল অঁতনি মার্সিয়াল আর অভিষিক্ত ড্যানিয়েল জেমসের।

দিনের প্রথম ম্যাচে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের একমাত্র গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারায় আর্সেনাল। এর আগে শুক্রবার লিগের উদ্বোধনী ম্যাচে নরিচ সিটিকে ৪-১ গোলে হারায় গতবারের লিগ রানার্সআপ লিভারপুল। শনিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারায় টটেনহ্যাম হটস্পার। একই দিনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

See also  চেলসিকে হারিয়ে উয়েফা সুপার কাপ লিভারপুলের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *