ফুটবল

চেলসিকে উড়িয়ে শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

চেলসিকে উড়িয়ে শুরু ম্যানচেস্টার ইউনাইটেডেরইংলিশ প্রিমিয়ার লিগ কী দুর্দান্তভাবেই না শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের প্রথম বড় ম্যাচে চেলসিকে উড়িয়ে দিয়েছে উলে গুনার সুলশারের দল। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে আক্রমণাত্মক খেলে ৪-০ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। মার্কাস র‌্যাশফোর্ড করেন জোড়া গোল। অপর দুই গোল অঁতনি মার্সিয়াল আর অভিষিক্ত ড্যানিয়েল জেমসের।

দিনের প্রথম ম্যাচে পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের একমাত্র গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারায় আর্সেনাল। এর আগে শুক্রবার লিগের উদ্বোধনী ম্যাচে নরিচ সিটিকে ৪-১ গোলে হারায় গতবারের লিগ রানার্সআপ লিভারপুল। শনিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারায় টটেনহ্যাম হটস্পার। একই দিনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

See also  নেইমার আবারো দলবদলের নাটককে জমিয়ে তুলেছেন!