ফুটবল

নেইমারের জীবনে এলো নতুন প্রেম!

নেইমারের জীবনে এলো নতুন প্রেম!

ফুটবল সেলিব্রিটিদের গার্লফ্রেন্ড বদল আর দল বদল একই রকমের। ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার করছে নেইমারের নতুন প্রেমিকার কথা। পপতারকা গ্যাবিলির সঙ্গে আট মাস ধরে ‘উন্মুক্ত সম্পর্কে’ জড়িয়েছেন নেইমার। করোনা মহামারী শুরুর সময় ইনস্টাগ্রামে নেইমার প্রথম যোগাযোগ করেন গ্যাবিলির সঙ্গে। যার প্রকৃত নাম গ্যাব্রিয়েল বাতিস্তা।

ব্রাজিলের পত্রপত্রিকাও এ মুহূর্তে মুখর আসন্ন বিশ্বকাপে তাদের প্রধান অস্ত্রের নতুন রোমান্স নিয়ে। কোভিড-১৯ সংক্রমণের মধ্যে একাধিকবার তাদের দেখা হয়েছে। ২৫ বছর বয়সী গায়িকা গ্যাবিলির সঙ্গে পিএসজির ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমারের রোমান্টিক সম্পর্কে জড়ানোর খবর দিয়েছে ব্রাজিলীয় আউটলেট ‘এক্সট্রা’।

See also  ফুটবলে আফ্রিকার মহারাজা আলজেরিয়া!

রিও ডি জেনিরোতে জন্ম ব্রাজিলীয় পপতারকা গ্যাবিলির। সাম্প্রতিক সময়ে নেইমারের সঙ্গে তাকে ঘুরে বেড়াতে দেখা গেছে। ২৮ বছরের নেইমারের জীবনে আসা সর্বশেষ প্রেয়সী গ্যাবিলি। হালফিল তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছে।