করোনা ভাইরাস

কুমিল্লা কি করোনার নতুন হটস্পট হচ্ছে? এক দিনে রেকর্ড ৮৫৩ শনাক্ত

কুমিল্লা কি করোনার নতুন হটস্পট হচ্ছে? এক দিনে রেকর্ড ৮৫৩ শনাক্ত

কুমিল্লায় কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। প্রতিদিনই জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, হচ্ছে নতুন রেকর্ড। পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে এটিই সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। একই সময়ে আরও আটজনের করোনায় মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৩ শতাংশ। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮০ জনে।

ডেঙ্গু জ্বর ও করোনার লক্ষণ এক হলেও পার্থক্য বুঝবেন কিভাবে?

নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২২৭ জন, আদর্শ সদরে ২৬ জন, সদর দক্ষিণের ২১ জন, বুড়িচংয়ে ৪৫ জন, ব্রাহ্মণপাড়ায় ২৭ জন, চান্দিনায় ৪৪ জন, চৌদ্দগ্রামে ৪৮ জন, দেবিদ্বারে ৫৬ জন, দাউদকান্দিতে ৫৫ জন, লাকসামে ২৫ জন, লালমাইতে ২৪ জন, নাঙ্গলকোটে ৫২ জন, বরুড়ায় ৭৫ জন, মনোহরগঞ্জে ৪৪ জন, মুরাদনগরে ৫৬ জন, মেঘনায় ১৯ জন, তিতাসে ২ জন ও হোমনা উপজেলার ১৬ জন রয়েছেন।

See also  করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্তের সংখ্যা ১৩ লাখ ছাড়াল

ফেসবুকে আসছে অর্থ আয়ের নতুন সুযোগ-মার্ক জাকারবার্গ

কুমিল্লা জেলায় এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ২৫ হাজার ৫১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১৪৪ জন। এখন পর্যন্ত করোনায় ৬৮০ জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। গত তিন দিনে শনাক্তের হার ঊর্ধ্বমুখী। ৩ দিনে গড়ে ১১ জন মারা গেছেন। গড় শনাক্ত ৭৯৬ জনের বেশি। সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

See also  কুমিল্লায় করোনায় আক্রান্ত রোগী বেড়েই চলছে, শনাক্ত ৩০ হাজার ছাড়াল

গ্রিন টি আসলেই করোনা, রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার প্রতিরোধ করে?

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার বুড়িচং ও দাউদকান্দির দুজন করে মারা গেছেন। এছাড়া ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, বরুড়া ও দেবিদ্বারের একজন করে মারা গেছেন। এদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ রয়েছেন।

করোনা মহামারীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে খাবারগুলো প্রয়োজন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড ২৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জনে। এছাড়া নতুন করে ১৪ হাজার ৯২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জনে।

See also  করোনার তান্ডব চলছেই, আজ ২১২ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজারের বেশি

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।