ফুটবল

নেইমারও জেতাতে পারলেন না ব্রাজিলকে!

ম্যাচের প্রথমভাগে নেইমার ছিলেন না। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও ব্রাজিলের হার এড়াতে পারলেন না এই তারকা

Luis Abram Goal Gives Peru Shock Win vs. Neymar, Brazil

পেরুর মতো খর্ব শক্তির দলের বিপক্ষে ম্যাচ বলেই কি না ম্যাচের মূল একাদশে নেইমারকে রাখলেন না ব্রাজিল কোচ তিতে। আক্রমণভাগে সুযোগ হলো আয়াক্সের ডেভিড নেরেস, এভারটনের রিচার্লিসন, লিভারপুলের রবার্তো ফিরমিনো ও বায়ার্নের ফিলিপ কুতিনহোর। তাদের দিয়ে গোলমুখ খুলতে পারেনি ব্রাজিল। নেইমার দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও লাভ হয়নি। উল্টো ৮৪ মিনিটে গোল খেয়ে পেরুর বিপক্ষে হার নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

লস এঞ্জেলসে আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে বুধবার সকালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে পেরু। ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষের দিকে পেরুর জয় নিশ্চিত করা গোলটি করেন লউস আব্রাহাম। একই দিনে আরেক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। তবে ব্রাজিল ব্যর্থ হলেও আর্জেন্টিনা দুর্দান্ত জয় তুলে নেয়। কোপা আমেরিকার ফাইনালে ৩-১ গোলে পেরুকে হারিয়ে নবমবারের মত চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। মাত্র কিছুদিন আগের কথা সেটি। এরপর এই প্রথম মুখোমুখি দুই দেশ। এবার আমেরিকার লস এঞ্জেলেসে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে পরাজিত করে কোপার ফাইনালে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছে পেরুভিয়ান ফুটবলাররা।

See also  রোনালদো জানালেন মেসির চেয়ে কেন সে এগিয়ে!

পেরুর বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত গোল হজম করতে হয়নি। শেষ মুহূর্তে এসে গোল হজম করে ফেলেলো সেলেসাওরা। এই গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো ব্রাজিলকে। মাঠে নামার আগেই ব্রাজিল কোচ তিতে বলে দিয়েছিলেন, পেরুর বিপক্ষে একটু ভিন্ন টেস্ট নিতে চান। সামনেই বিশ্বকাপের বাছাই পর্ব। সে কারণে তিনি চান ব্রাজিলের রিজার্ভ বেঞ্চের পরীক্ষা নিতে। আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াইয়ে বল দখলেও সমানে সমান ছিল দুই দল। গোলের দেখা না পেয়ে বিরতির পর নেইমার, ক্যাসেমিরো, ফিলিপ কৌতিনহোদের মাঠে নামান ব্রাজিল কোচ তিতে। কিন্তু তাতেও লাভ হলো না। বড় তারকারা পেরুর হাত থেকে বাঁচাতে পারেননি ব্রাজিলকে। উল্টো ৮৫তম মিনিটে আব্রাহামের করা গোলে হেরে যায় ব্রাজিল।
এর আগে দিনের প্রথম ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন লাওতারো মার্টিনেজ। বাকি গোলটি করেন লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টাইনদের দলে ছিলেন না লিওনেল মেসি-সার্জিও আগুয়েরোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। তারকা ফরোয়ার্ডদের অনুপস্থিতিতে জ্বলে উঠেন লাওতারো মার্টিনেজ। আর্জেন্টিনার ২২ বছর বয়সী এ ফরোয়ার্ড করলেন তাঁর প্রথম হ্যাটট্রিক।

See also  নেইমারের জীবনে এলো নতুন প্রেম!

গত এক বছরের মধ্যে এই প্রথম হারল ব্রাজিল, টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর এল এই পরাজয়। তিতের অধীনে এই নিয়ে তিনবার হারল তারা। আর গত ৪৬ বছরে পঞ্চমবারের মতো পেরুর কাছে হারল সেলেসাওরা।

One thought on “নেইমারও জেতাতে পারলেন না ব্রাজিলকে!

  • Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *