ফুটবল

বিশ্ব ফুটবলের তারকা নেইমার আবারো বাবা হলেন

আবারও কন্যার বাবা হলেন নেইমার, নতুন অতিথি মেলের আগমনে উচ্ছ্বসিত পরিবার

Neymar-the king of modern football

বিশ্ব ফুটবলের তারকা নেইমারের ঘর আলো করে এসেছে আরেকটি নতুন মুখ। ৫ জুলাই ভোরে নেইমার ও তার জীবনসঙ্গী ব্রুনা বিয়ানকার্দির ঘরজুড়ে এসেছে কন্যা সন্তান, যার নাম রাখা হয়েছে মেল। মিষ্টি এই পর্বটি নেইমারের জীবনে নতুন আনন্দ ও পূর্ণতা নিয়ে এসেছে। সব মিলিয়ে এখন তিনি চার সন্তানের গর্বিত বাবা।

নেইমারের প্রথম সন্তানের জন্ম হয় ২০১১ সালে। সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের ঘরে জন্ম নেয় পুত্র দাভি লুকা। এরপর দীর্ঘ বিরতি পেরিয়ে, ২০২৩ সালে বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমার দ্বিতীয় সন্তানের, কন্যা মাভির বাবা হন।

See also  দেখুন বিশ্বের প্রথম ১০ হাজার কোটি টাকার ফুটবল দল কোনটি! পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার অবস্থানও দেখুন

তবে তাৎপর্যপূর্ণভাবে, মাত্র নয় মাসের ব্যবধানে ২০২৪ সালের জুলাইয়ে নেইমারের তৃতীয় সন্তান, কন্যা হেলেনার জন্ম হয় আমান্দা কিম্বারলির ঘরে।

৩৩ বছর বয়সী এই ফুটবল তারকা এবার আবারও কন্যাসন্তানের বাবা হলেন। ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের দ্বিতীয় সন্তান হলেও, এটি তার চতুর্থ সন্তান। নতুন অতিথি মেলকে ঘিরে পরিবারে বইছে আনন্দের জোয়ার।

গর্বিত মা ব্রুনা বিয়ানকার্দি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবজাতক মেলকে নিয়ে তাদের প্রথম ছবি শেয়ার করেছেন। ছবিতে মা-মেয়ের মুখে দেখা গেছে প্রশান্তির মিষ্টি ছাপ।

See also  পিএসজিতে ইকার্দি

এক আবেগঘন পোস্টে ইনস্টাগ্রামে ব্রুনা লিখেছেন:

“আমাদের মেল এসেছে— আমাদের জীবনকে আরও পূর্ণতা ও মাধুর্যে ভরিয়ে দিতে! স্বাগতম, কন্যা! ঈশ্বর তোমার জীবনের প্রতিটি দিনকে আশীর্বাদময় করুন ও সব অকল্যাণ থেকে রক্ষা করুন। আমরা তোমাকে ভালোবাসি, আর তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করার জন্য মুখিয়ে আছি!”

বর্তমানে নেইমার খেলছেন তার প্রিয় ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস-এ। ফলে সন্তানের জন্মের এই সময়ে তিনি পুরোপুরি পরিবারের পাশে থেকে পিতৃত্বের দায়িত্ব পালন করতে পারছেন।