ক্রিকেট

অক্টোপাস পলের পর জিমি! এখন পর্যন্ত বিশ্বকাপের আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করেছে

কুকুরটির নাম জিমি। এখন পর্যন্ত বিশ্বকাপের আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করেছে । ভারতের হায়দরাবাদে এর মধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল এ কুকুরের ভবিষ্যদ্বাণী কীর্তি। ২০১০ সালে অক্টোপাস পলের ম্যাচ বাই ম্যাচ ভবিষদ্বাণী নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। এরকম অনেক কীর্তিই ফুটবল বিশ্বকাপের সময় চোখে পড়েছে। এখন ইংল্যান্ডে চলছে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে নজর কেড়েছে ডগ কাণ্ড। 
এক বা দুটি ম্যাচ নয়। এখন পর্যন্ত আটটি ম্যাচের সঠিক ফল জানিয়েছে জিমি। ম্যাচের দিন সকালে দুই দলের নাম লেখা কাগজ নেন তার মালিক সত্যনারায়ণ। একটি সিদ্ধ ডিম দুই ভাগ করে রাখা থাকে কাগজ দুটিতে। কুকুরটি প্রথমে যে কাগজ থেকে তা খাবে, সেই দলই হারবে! জিমির ভবিষ্যদ্বাণীর হার এখন পর্যন্ত ১০০ শতাংশ। সঙ্গত কারণে রাতারাতি সেলিব্রিটি বনে গেছে ও। সোশ্যাল মিডিয়ার বদৌলতে সে ও তার কাণ্ড চাউর হয়ে গেছে।

See also  আন্দ্রে রাসেল অভিনব কায়দায় বাবা হওয়ার খবর দিলেন (ভিডিও)