শিক্ষা

ইস্টার্ন ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন ১৬ নভেম্বর

ইস্টার্ন ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন ১৬ নভেম্বর

ইস্টার্ন ইউনিভার্সিটির ৬ষ্ঠ সমাবর্তন আগামী ১৬ নভেম্ভর (শনিবার) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সমাবর্তনের স্থান এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৬ষ্ঠ সমাবর্তনে ফল সেমিস্টার ২০১৬, স্প্রিং সেমিস্টার ২০১৭, সামার সেমিস্টার ২০১৭, ফল সেমিস্টার ২০১৭, স্প্রিং সেমিস্টার ২০১৮, সামার সেমিস্টার ২০১৮, ফল সেমিস্টার ২০১৮ এবং স্প্রিং সেমিস্টার ২০১৮ এ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে যেসকল শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছে তারাই অংশগ্রহণ করতে পারবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন আগামী ১০ জুলাই থেকে শুরু, চলবে ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।

See also  ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন শুরু | GST Admission 2020-21

সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য ইস্টার্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট (http://www.easternuni.edu.bd/ConvocationGuideline.aspx) থেকে জানা যাবে।