ক্যারিয়ার

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (নেত্রবি) বাংলাদেশের উত্তরাঞ্চলের সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা নেত্রকোণা জেলায় অবস্থিত একটি সরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির নাম ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (শেহাবি), যা ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গঠিত হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৬ জানুয়ারি এর নাম পরিবর্তন করে বর্তমান নাম নেত্রকোণা বিশ্ববিদ্যালয় রাখা হয়।

বিশ্ববিদ্যালয়টি নেত্রকোণা শহরের উপকণ্ঠে রাজুর বাজার এলাকায়, ময়মনসিংহ শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে ময়মনসিংহ–সুনামগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের অধীনে মোট ৪টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

See also  ২১ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়

অনুষদ ও বিভাগসমূহ:
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
সামাজিক বিজ্ঞান অনুষদ: অর্থনীতি বিভাগ
কলা অনুষদ: বাংলা বিভাগ ও ইংরেজি বিভাগ

নিয়োগ বিজ্ঞপ্তি
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় থেকে বিশতম (২০তম) গ্রেড পর্যন্ত ২৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ৩০ অক্টোবর ২০২৫ থেকে আবেদন করতে পারবেন, এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।

পদ ও সংখ্যা:
পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) – ১টি (গ্রেড ০৩)
উপপরিচালক (অর্থ ও হিসাব) – ১টি (গ্রেড ০৫)
প্রভাষক (বাংলা বিভাগ) – ১টি (গ্রেড ০৯)
প্রভাষক (ইংরেজি বিভাগ) – ১টি (গ্রেড ০৯)
প্রভাষক (অর্থনীতি বিভাগ) – ১টি (গ্রেড ০৯)
প্রভাষক (সিএসই বিভাগ) – ১টি (গ্রেড ০৯)
প্রশাসনিক কর্মকর্তা – ২টি (গ্রেড ১০)
মেডিকেল স্টোরকিপার – ১টি (গ্রেড ১৬)
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – ১টি (গ্রেড ১৬)
অফিস সহায়ক – ৪টি (গ্রেড ২০)
নিরাপত্তা প্রহরী – ১৩টি (গ্রেড ২০)

See also  Job Opportunity at Green University of Bangladesh

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র রেজিস্ট্রার, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা–২৪০০ ঠিকানায় পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন শুরুর তারিখ: ৩০ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত

আবেদনের যোগ্যতা, শর্তাবলি এবং অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।