ক্যারিয়ার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ৪০৩২ জনকে নিয়োগ দেবে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ৪০৩২ জনকে নিয়োগ দেবে

৪ হাজার ৩২ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) । ২৮টি ভিন্ন পদে এসব নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নাম
প্রদর্শক (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল, মৃত্তিকাবিজ্ঞান, গণিত, গার্হস্থ্য, কৃষি), গবেষণা সহকারী (কলেজ), সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারী, সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার/স্টোরকিপার, হিসাব সহকারী, ক্যাশিয়ার, স্টোরকিপার, মেকানিক কাম ইলেকট্রিশিয়ান, গাড়িচালক, বুক সর্টার, অফিস সহায়ক, নিরাপত্তাপ্রহরী, মালি ও পরিচ্ছন্নতাকর্মী।

See also  জাপানে চাকুরির সুযোগ: বিনা খরচে যেভাবে যাবেন, যা করতে হবে, আবেদনের পদ্ধতি, আয়

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/স্নাতক অথবা সমমান/ এইচএসসি/ এসএসসি/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও ওই পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

বয়স
১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। আবেদন শেষ হবে এ মাসের শেষ দিন ৩০ নভেম্বরে।

See also  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্য পদে চাকরির সুযোগ

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://dshe.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *