ফুটবল

কোপা আমেরিকা-২০১৯ সময়সূচি | দেখে নিন ব্রাজিল ও আর্জেটিনার খেলার সময়সূচী

কোপা আমেরিকার সেমিফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবলের প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার এবারের আসর বসবে ব্রাজিলে। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ২০১৯ আসরে অংশ নেবে মোট ১২টি দেশ। এই মহাদেশের ১০টি দেশের সঙ্গে এবার অতিথি দল হিসেবে থাকছে এশিয়ার দুই দেশ জাপান ও কাতার। 

ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। ১৪ জুন সাওপাওলোতে হবে উদ্বোধন। ৭ জুলাই রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। এ ছাড়াও পোর্তো আলেগ্রি, বেলো হরিজন্তো এবং সালভাদরেও খেলা হবে।