এআই প্রযুক্তিনির্ভর রেডমি নোট ১৫ সিরিজ বাজারে | দাম, ফিচার ও স্পেসিফিকেশন
২০০MP ক্যামেরা, ফাস্ট চার্জিং ও এআই ইঞ্জিনসহ রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি ও নোট ১৫ সিরিজের স্মার্টফোন বাংলাদেশে উন্মোচন।

দেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন তিনটি স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। রেডমি ১৫ সিরিজের আওতায় বাজারে এসেছে— রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি, রেডমি নোট ১৫ ফাইভজি এবং রেডমি নোট ১৫ ফোরজি। উন্নত ‘এআই ইঞ্জিন’ প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনগুলোতে স্বয়ংক্রিয়ভাবে উচ্চমানের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
এআই ইঞ্জিন ও উন্নত ক্যামেরা অভিজ্ঞতা
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোনগুলোতে সংযুক্ত এআই ইঞ্জিন ব্যবহারকারীর পরিবেশ ও আলো বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরার সেটিংস অপটিমাইজ করে। ফলে আলাদা কোনো দক্ষতা ছাড়াই উন্নত মানের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব।
বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং ফটোগ্রাফি পছন্দ করা ব্যবহারকারীদের জন্য এই এআই প্রযুক্তি নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি: শক্তিশালী ব্যাটারি ও প্রিমিয়াম পারফরম্যান্স
রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি মডেলটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা উজ্জ্বল রং ও স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। ফোনটিতে সংযুক্ত ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেয়।
এতে রয়েছে ১০০ ওয়াট হাইপার চার্জিং প্রযুক্তি, যার মাধ্যমে মাত্র ৪০ মিনিটে শতভাগ চার্জ করা সম্ভব। পাশাপাশি ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় প্রয়োজনে এটি শক্তিশালী পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
ক্যামেরা বিভাগে ফোনটির পেছনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রা ক্ল্যারিটি ক্যামেরা, যা অত্যন্ত বিস্তারিত ও শার্প ছবি ধারণে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
চতুর্থ প্রজন্মের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দ্বারা চালিত এই ফোনটিতে রয়েছে ১২ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, যা উচ্চগতির পারফরম্যান্স ও পর্যাপ্ত ডেটা সংরক্ষণের সুযোগ দেয়।
বাংলাদেশের বাজারে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৬২,৯৯৯ টাকা।
ফেসবুকে আসছে অর্থ আয়ের নতুন সুযোগ-মার্ক জাকারবার্গ
রেডমি নোট ১৫ ফাইভজি ও রেডমি নোট ১৫ ফোরজি: সাশ্রয়ী দামে আধুনিক ফিচার
রেডমি নোট ১৫ ফাইভজি এবং রেডমি নোট ১৫ ফোরজি— এই দুটি মডেলেও রয়েছে আধুনিক ডিজাইন ও শক্তিশালী ফিচার। ফোন দুটির সামনে রয়েছে যথাক্রমে ২০ মেগাপিক্সেল এবং পেছনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যা দৈনন্দিন ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য যথেষ্ট।
৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনগুলোতে রয়েছে ৫,৫২০ মিলিঅ্যাম্পিয়ার এবং ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ফাস্ট চার্জিং সুবিধাসহ দ্রুত চার্জ হয়ে দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করে।
এছাড়া, আইপি৬৪ ও আইপি৬৫ ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা থাকায় পানির ছিটেফোঁটা ও ধুলাবালির কারণে ফোন নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়।
মডেলভেদে ফোনগুলোতে রয়েছে ৬ ও ৮ গিগাবাইট র্যাম, এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।
বাংলাদেশের বাজারে এই দুটি মডেলের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে—
-
রেডমি নোট ১৫ ফোরজি: ২৬,৯৯৯ টাকা
-
রেডমি নোট ১৫ ফাইভজি: ২৯,৯৯৯ টাকা
নতুন রেডমি নোট ১৫ সিরিজের মাধ্যমে শাওমি বাংলাদেশ এআই প্রযুক্তি, শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং আধুনিক ডিজাইনের সমন্বয়ে বিভিন্ন বাজেটের ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় বিকল্প নিয়ে এসেছে। বিশেষ করে এআই ক্যামেরা ও দ্রুত চার্জিং সুবিধা স্মার্টফোন ব্যবহারকে আরও সহজ ও কার্যকর করবে বলে আশা করা হচ্ছে।
বিস্তারিত জানতে ভিজিট করুন