ফুটবল

ব্রাজিলের কোচ তিতে পেলের সঙ্গে মেসির তুলনা প্রসঙ্গে একি বললেন!

ব্রাজিলের কোচ তিতে পেলের সঙ্গে মেসির তুলনা প্রসঙ্গে একি বললেন!

পেলের সঙ্গে মেসির তুলনার পরিপ্রেক্ষিতে ব্রাজিলীয় কোচের স্পষ্ট কথা- পেলেই সর্বকালের সেরা ফুটবলার। ভাববেন না নিজে ব্রাজিলিয়ান বলে এ কথা বলছি। বলছি একটিই কারণে- তার মধ্যে এখন পর্যন্ত কেউ খুঁত খুঁজে পাননি। ফুটবল সম্রাট পেলের হাজার গোল করার সেই অনন্য কীর্তির বয়স মঙ্গলবার দাঁড়িয়েছে ৫০ বছর। ওই দিনই তার সঙ্গে লিওনেল মেসির তুলনা হেসে উড়িয়ে দিলেন ব্রাজিল কোচ তিতে। তিনি বলেন, পেলের সঙ্গে কারও তুলনা হয় না। যদি কেউ কারও সঙ্গে তার তুলনা করেন, তা হলে আমি কান খোলা রাখি। তবে কিছু শুনি না।
তিতে যোগ করেন, পেলের সঙ্গে মেসির তুলনার বিশ্বাসযোগ্যতা নেই। অতীতে অবশ্য আর্জেন্টাইন ফুটবলারের প্রশংসা করেছি। এটিও বলেছি, সে অন্যদের চেয়ে আলাদা। কিন্তু সেটি হালের পরিপ্রেক্ষিতে।

See also  ওমরাহ করলেন ফুটবল তারকা মোহামেদ সালাহ