ক্রিকেট

আন্দ্রে রাসেল অভিনব কায়দায় বাবা হওয়ার খবর দিলেন (ভিডিও)

Andre Russell Announces Arrival Of First Baby

ঘর আলো করে কন্যাসন্তান আসছে বলে ঘোষণা দেন রাসেল। সেখানেও চমক রয়েছে। স্ত্রীর সঙ্গে ক্রিকেট খেলার মাধ্যমে অভিনব পন্থায় সন্তান আসার কথা জানিয়েছেন তিনি। প্রথমে স্ত্রীর সঙ্গে এক ভিডিও শুট করেন ক্যারিবীয় ব্যাটার। এর পর সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের বাবা হতে চলার কথা জানান দ্রে রাস। ইস্টাগ্রামে পোস্ট করা রাসেলের ভিডিওতে দেখা গেছে, পারিবারিক এক অনুষ্ঠানে বন্ধুদের সামনে স্ত্রী জেসিম লোরার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর প্রকাশ করেন তিনি। এ দম্পতি বাবা-মা হওয়ার প্রাক-সেলিব্রেশনের নাম দেন ‘বেবি রাসেল’।

See also  সুপার ওভারে নিশামের ছক্কা দেখেই ‘মৃত্যু’ কিউয়ি কোচের! দুঃসংবাদ নিউজিল্যান্ড ক্রিকেটে

বিশেষ এ অনুষ্ঠানের মাঝেই স্ত্রীর হাতে বল ধরিয়ে দেন উইন্ডিজ অলরাউন্ডার। আর ব্যাট ধরেন তিনি। আন্ডারআর্ম বল করেন লোরা। রাসেল সেটি হিট করা মাত্রই গোলাপি রঙ বেরিয়ে আসে। এরই সঙ্গে তারা ঘোষণা করেন, তাদের কোলজুড়ে আসতে চলেছে কন্যাসন্তান। এ ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে রাসেল লিখেছেন, বল ফেটে গোলাপি রঙ বের হলো। অর্থাৎ আমাদের ঘর আলো করে আসছে মেয়েসন্তান। ঈশ্বরের কাছে সন্তান ও মায়ের সুস্থতা কামনা করি।

https://youtu.be/wyiAVmms6PI

One thought on “আন্দ্রে রাসেল অভিনব কায়দায় বাবা হওয়ার খবর দিলেন (ভিডিও)

  • Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *