শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে!

অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) পরীক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল ২৩ মে ২০২১ রোববার এ ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে প্রকাশিত ফল পাবেন। যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ফলাফল পেতে NU<space>H3<space>Exam Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও www.nu.ac.bd/results ফলাফল জানা যাবে।

অনার্স তৃতীয় বর্ষের (বিশেষ) ২০১৮ সালের পরীক্ষায় ২৩টি অনার্স বিষয়ে মোট ২ হাজার ২৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

See also  গ্রিন ইউনিভার্সিটিতে ওয়ার্কশপঃ র‌্যাংকিংয়ে পঞ্চম হতে চেয়ে প্রত্যয় ব্যক্ত!

প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি থাকলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পরে কোনো আপত্তি/অভিযোগ গ্রহণ হবে না বলেও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।