ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাটি স্থগিত করা হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।

See also  মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গ্রীন ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ২০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সংবাদমাধ্যমকে জানান, “আগামীকালের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।”

See also  অনলাইন এডিআর বিচারব্যবস্থাকে আরও দ্রুত ও স্বচ্ছ করবে: আইটিডি ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বিচারপতি আহমেদ সোহেল

এদিকে, শরিফ ওসমান হাদীর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠন তাঁর স্মরণে শোক ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী মৃত্যুবরণ করেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাঁর মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।