ক্যাম্পাস

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গ্রীন ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. দেলোয়ার হোসাইনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের সাহসী বীর যোদ্ধাদের অবদান ও দেশের স্বাধীনতার পথে তাদের অসামান্য ত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

See also  বিইউবিটি ইন্টার ইউনিভার্সিটি কোলাবরেটিভ প্রোগ্রামিং কনটেস্টে গ্রিন ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে গ্রীন ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন

কর্মসূচিতে ড. দেলোয়ার হোসাইন বলেন, বিজয় দিবস জাতির শ্রেষ্ঠ অর্জন। এই দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহিদদের অবদান সম্পর্কে আরও সচেতন করবে এবং দেশের প্রতি তাদের দায়িত্ববোধ ও ভালোবাসা আরও গভীর করবে।

গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিবছরের মতো এ বছরও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।