ক্রিকেট

দেখুন লাসিথ মালিঙ্গা কেন দেশ ছেড়ে চলে যাচ্ছেন!

Lasith-Malinga

নিয়মিত হাঁটুর চোটের কারণে ২০১১ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মালিঙ্গা। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এবার একদিনের ফরম্যাট থেকেও অবসর নিতে যাচ্ছেন এই ইয়র্কার মাস্টার। ক্রিকেটকে বিদায় দিয়ে দেশ ছেড়ে পরিবার নিয়ে পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ায় থিতু হচ্ছেন এই তারকা পেসার।
শ্রীলঙ্কার ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইট, আইল্যান্ড ক্রিকেট জানিয়েছে, শুধু ক্রিকেট নয়, দেশও ছাড়ছেন লাসিথ মালিঙ্গা। পরিবারকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছেন তিনি। এর মধ্যে অস্ট্রেলিয়ায় পূর্ণ নাগরিকত্বও পাওয়া হয়ে গিয়েছে তাঁর। মালিঙ্গার ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে আইল্যান্ড ক্রিকেট লিখেছে, পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় পাকাপাকিভাবে চলে যাচ্ছেন তিনি। সেখানে গিয়ে কোনো একটা ফ্র্যাঞ্চাইজিতে কোচ হিসেবে যোগ দেওয়ার ইচ্ছা আছে তাঁর।
আগামী ২৬, ২৮ ও ৩১ তারিখে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সিরিজের স্কোয়াডেই রাখা হয়েছিল মালিঙ্গাকে। কিন্তু ক্লান্তির কারণে মালিঙ্গা নিজেই পুরো সিরিজ খেলতে চাইছেন না। প্রথম ম্যাচ খেলেই অবসর নিয়ে নেবেন বলে খবর। 
শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৩০টি টেস্ট, ২২৫ ওয়ানডে ও ৭৩টি টি-টোয়েন্টি খেলেছেন মালিঙ্গা। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মন দিতে ২০১০ সালেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি।

See also  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমর্থকদের জন্য সুখবর, বিপিএলে কুমিল্লায় খেলবেন মুশফিক!

2 thoughts on “দেখুন লাসিথ মালিঙ্গা কেন দেশ ছেড়ে চলে যাচ্ছেন!

  • I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *